যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, সার উৎপাদনে গ্যাসের দাম বাড়লেও এই অজুহাতে সারের দাম বাড়ানো হবে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, সারের দাম নির্ধারণ, আমদানি, সংকট সমাধানসহ সার ব্যবস্থাপনায় সরকার জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে। এই কমিটির আওতায় একটি নীতিমালা করা হবে। ফলে সার নিয়ে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে পারবে না।
তিনি বলেন, কিছু অসঙ্গতির কারণে সারের সংকট তৈরি হয়। এ পরিস্থিতি সমাধানে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, আরাকান থেকে মাদক আসে, আবার আমাদের দেশ থেকে সার বাইরে চলে যায়। এ জন্য সংকটের কথা বলা হয়। রাজনৈতিক পরিচয়ে যাতে সারের ডিলারশিপ না দেওয়া হয়। এ জন্যই নতুন সার নীতিমালা করা হচ্ছে। এতে সিন্ডিকেটের সুযোগ থাকবে না।
এ ছাড়া তিনি জানান, তিন ফসলি জমিতে যাতে অবকাঠামো নির্মাণ না হয়, সে জন্য সরকার কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করছে। এই আইন কার্যকর হলে দেশের কৃষিজমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন