অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। তিনি জানান, শুধু আর্থিক স্থিতিশীলতায় থেমে না থেকে দেশটি একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলেছে, যেখানে ব্যবসা করা সহজ ও সুরক্ষিত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘সরকারের পক্ষ থেকে ব্যবসা ও বিনিয়োগকে আরও সহজ করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো উদ্যোগের মাধ্যমে কাস্টমস প্রক্রিয়া দ্রুত ও সরলীকৃত করা, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষায়িত আদালত গঠন, এবং বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা। এর ফলে নতুন বিনিয়োগকারীরা কম সময় ও কম ঝামেলায় ব্যবসা শুরু করতে পারবেন। পাশাপাশি ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজতর করা হয়েছে।’
বিশেষভাবে উল্লেখযোগ্য, বিদেশি বিনিয়োগকারীদের সঠিক খাত বাছাইয়ের জন্য চালু করা হয়েছে হিটম্যাপ এবং জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স, যা বিনিয়োগের সুযোগসমূহ স্পষ্ট করে তুলে ধরে।
ড. ইউনূস আরও জানান, এসব সংস্কার আর প্রযুক্তির সংমিশ্রণে বাংলাদেশে অর্থনৈতিক কার্যক্রমে দৃশ্যমান উন্নতি ঘটেছে। উদাহরণস্বরূপ, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৭.৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যা দক্ষতা বৃদ্ধির সাক্ষ্য বহন করে।
তিনি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন একটি সুশাসিত, কার্যকর ও টেকসই অর্থনৈতিক পরিবেশের মাধ্যমে বিশ্বমানের বিনিয়োগের উপযোগী দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এটাই এখন বিনিয়োগের সঠিক সময়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন