ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র যেতে বাধা, কারণ জানালেন সোহেল তাজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:১৫ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বুধবার (২৪ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দিনপুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান সোহেল তাজ।

সোহেল তাজ বলেন, ‘আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, রোববার (২৮ সেপ্টেম্বর) জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো’। 

তিনি বলেন, ‘আমি গত ২০ বছরে যুক্তরাষ্ট্রে অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।’

উল্লেখ্য, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি গণমাধ্যমকে বলেন, সম্ভবত বুধবার সোহেল তাজকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। 

তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।