ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। তিনি স্পষ্টভাবে জানান, ‘ভোট হবে দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়।’
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৫৪ বছর পর এই সুযোগ এসেছে। একবার সুযোগ হারালে আবার কবে আসবে তা বলা যায় না। তাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই শক্তি, আর শক্তিই শান্তি।’
তিনি জানান, নির্বাচন শেষে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অতি আধুনিক শিক্ষার চাপে মাদ্রাসা শিক্ষায় কুরআন-হাদিসের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। অথচ মাদ্রাসা শিক্ষা মূলত বিশেষায়িত শিক্ষা, যেখানে কুরআন, হাদিস ও ফিকাহকে অগ্রাধিকার দিতে হবে। আধুনিক জ্ঞানচর্চার পাশাপাশি এ ঐতিহ্য ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আলিয়া মাদ্রাসার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখান থেকে বহু যোগ্য ব্যক্তি তৈরি হয়েছেন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি জানলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়ার সুযোগও পাবে।’
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আল্লাহ এক, কুরআন এক, কেবলা এক। এ মিল আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় বড় ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে সরকার আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। রাজনীতির দুষ্ট চক্রের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পিছিয়ে গেছে।’
সি আর আবরার মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মের পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত সমাধান, শিক্ষক সংকট নিরসন, অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার আশ্বাস দেন।