টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ২৩ বছর বয়সি টিম রবিনসন। দলের চরম বিপদের মুখে দাঁড়িয়ে এই লড়াকু শতরান করলেও শেষ হাসি হাসতে পারলেন না কিউই ব্যাটসম্যান। অজি অধিনায়ক মিচেল মার্শের বিধ্বংসী ৮৫ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৬ উইকেট আর ২১ বল হাতে রেখে সহজে হারাল অস্ট্রেলিয়া।
টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই বিপদে পড়ে কিউইরা। মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। সেখান থেকেই দলের হাল ধরেন তরুণ টিম রবিনসন। ভয়-ডরহীন ব্যাটিংয়ে তিনি তুলে নেন তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
মাত্র ৬৬ বলে ৬টি চার আর ৫টি ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন রবিনসন। তাকে কিছুটা সঙ্গ দেন ড্যারিল মিচেল (২৩ বলে ৩৪) ও বেভন জ্যাকবস (২১ বলে ২০)।
নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান। অজিদের পক্ষে বেন ডোয়ারসুইশ ৪০ রানে ২ উইকেট নেন।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শ আর ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৭ রানের উড়ন্ত সূচনা।
ট্রাভিস হেড ১৮ বলে ৩১ রান করে আউট হলেও মার্শ থামেননি। দ্বিতীয় উইকেটে ম্যাথিউ শর্টকে (১৮ বলে ২৯) সঙ্গে নিয়ে ৩৪ বলে আরও ৬৮ রানের একটি ম্যাচ বের করে নেওয়া জুটি গড়েন তিনি।
অধিনায়ক মার্শ যখন সাজঘরে ফিরছেন, তখন অস্ট্রেলিয়ার জয় প্রায় নিশ্চিত। তার ব্যাট থেকে আসে মাত্র ৪৩ বলে ৯টি চার আর ৫টি ছক্কায় ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস।
বাকি কাজটুকু সহজে সারেন টিম ডেভিড, যিনি ১২ বলে ১ চার আর ২ ছক্কায় অপরাজিত ২১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে ম্যাট হেনরি ৪৩ রান খরচায় ২ উইকেট পান।