চট্টগ্রামের আব্দুল হামিদ নামে জুলাই আন্দোলনের এক ‘প্রবাসী যোদ্ধা’ আরব আমিরাতে অসুস্থ হয়ে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
এই ‘প্রবাসী যোদ্ধা’ ছিলেন ’২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের সঙ্গে সংহতি জানাতে গিয়ে আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকা ২৬ জন প্রবাসীর একজন। জুলাই অভ্যুত্থানোত্তর এ ২৬ প্রবাসী যোদ্ধাকে মুক্ত করতে না পারা এবং বিদেশের মাটিতে একজনের কারাগারে মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
বুধবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশের পাশাপাশি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
‘২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে কর্মসূচি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন অনেক প্রবাসী। প্রধান উপদেষ্টার কূটনৈতিক প্রচেষ্টায় অনেকে মুক্তি পেলেও এখনো আরব আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন ২৬ জন প্রবাসী। কিন্তু অভ্যুত্থানের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি; যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চরম ব্যর্থতা এবং একইসঙ্গে যা জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাইয়ের ‘প্রবাসী যোদ্ধা’ আব্দুল হামিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি উদ্যোগ গ্রহণের মাধ্যমে আরব আমিরাতে বন্দি অন্য ২৫ জন প্রবাসী যোদ্ধাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে।