রাজধানীর মিরপুর থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআইডি ডাটাবেজের তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন। তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান ২-এর ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি এনআইডি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর ১৭ ফেব্রুয়ারি এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন। পরে ১৮ ফেব্রুয়ারি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন