চলতি মাসের ১৬ নভেম্বর থেকে ঢাকাতেই বেলজিয়ামের ভিসার আবেদন করা যাবে। এতদিন বাংলাদেশি আবেদনকারীদের ভারতের নয়াদিল্লির ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হতো।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে রাজধানীর বনানীর বোরাক মেহনূর ভবনের (৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) ঠিকানায়।
আবেদনকারীদের আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অফিসটি রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
গত সেপ্টেম্বরে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন কার্যক্রম বন্ধ হয়ে গেলে আবেদনকারীদের নয়াদিল্লিতে গিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হচ্ছিল।
এখন থেকে বাংলাদেশিরা ঢাকাতেই সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি- দুই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন