মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:৪০ এএম

নতুন নিয়মে নির্বাচনী প্রচারণায় যা করা যাবে, যা যাবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:৪০ এএম

নতুন নিয়মে নির্বাচনী প্রচারণায় যা করা যাবে, যা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ধরনে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো পুরোপুরি পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রচারণা ও বিদেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে ইসি। 

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ গেজেটে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে- যার মধ্যে রয়েছে পরিবেশবান্ধব প্রচার, শব্দ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত বিধান।

যা করা যাবে

  • ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে সেগুলো অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে।
  • নির্বাচনী ইশতেহার বা ঘোষণাপত্র প্রকাশের জন্য সব প্রার্থীকে এক মঞ্চে এনে পাঠের সুযোগ করে দেবে রিটার্নিং কর্মকর্তা।
  • প্রার্থীরা লিখিত অঙ্গীকারনামা দিয়ে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেবেন।
  • প্রচার চলাকালে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।
  • গণমাধ্যমে সংলাপ বা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন প্রার্থীরা, তবে তা হতে হবে নিরপেক্ষ ও তথ্যনির্ভর।

 যা করা যাবে না

  • পোস্টার ব্যবহার একেবারে নিষিদ্ধ।
  • প্রচারে পলিথিন, রেকসিন বা অ-বায়োডিগ্রেডেবল উপাদান ব্যবহার করা যাবে না।
  • মিছিল, মোটরশোভাযাত্রা, মশাল মিছিল বা যানবাহনসহ শোডাউন নিষিদ্ধ করা হয়েছে।
  • ড্রোনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে না।
  • বিদেশে কোনো ধরনের প্রচার কার্যক্রম চালানো নিষিদ্ধ।
  • ভুল তথ্য, ঘৃণাত্মক বক্তব্য, কারো মুখ বিকৃত করা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা যাবে না।
  • প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।

শাস্তির বিধান

  • নতুন আচরণবিধি অনুযায়ী, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।
  • অন্য অনিয়মে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, এবং সংশ্লিষ্ট দলের ক্ষেত্রেও একই অঙ্কের অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

ইসি কর্মকর্তাদের মতে, পরিবেশবান্ধব ও ডিজিটালি দায়িত্বশীল প্রচারণা নিশ্চিত করতেই এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে- যাতে নির্বাচন হয় শান্তিপূর্ণ, স্বচ্ছ ও প্রযুক্তিগতভাবে নিরাপদ।

রূপালী বাংলাদেশ

Link copied!