নিরাপত্তাসহ দুই দফা দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএজেএসএ)। তবে আজ রোববার (১৬ নভেম্বর) বিচারকরা কালো ব্যাজ ধারণ করে প্রতীকী প্রতিবাদ জানাবেন।
শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
এর আগে শনিবার দুপুরে আইন উপদেষ্টার সঙ্গে জরুরি বৈठকে বসেন বিএজেএসএ নেতারা। বৈঠক শেষে তারা জানান, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং দাবি আদায়ের আশ্বাস পাওয়ায় কলম বিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীতে এক বিচারকের ছেলে হত্যার ঘটনা এবং তার স্ত্রীকে আহত করার পর বিচারকদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন বিচারকরা। এছাড়া, এ ঘটনায় আটক লিমনকে হেফাজতে রেখে মিডিয়ার সামনে কথা বলানোর অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।


