ময়মনসিংহে নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, রাত ৮টার দিকে চালক ভ্যানটি সড়কের পাশে পার্ক করে বাসায় চলে যান।
পরে অজ্ঞাত দুর্বৃত্তরা ভ্যানটিতে আগুন ধরালে পুরো গাড়িটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে সফল হননি।
ওসি আরও বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে, তা পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।


