ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে প্রতিবন্ধী বেলাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:২৬ এএম
মানসিক প্রতিবন্ধী বেলাল। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে ঘুমন্ত অবস্থায় এক মানসিক প্রতিবন্ধী বেলালকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ও মিছিলের আয়োজন করেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, গত শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বেলালকে হত্যা করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে মীরেরহাট বাজারের ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে এবং অসামাজিক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সভায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সৈয়দপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘একজন প্রতিবন্ধী যুবককে নির্মমভাবে হত্যা করা মানবিক মূল্যবোধের ওপর বড় আঘাত। বেলালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে সীতাকুণ্ড মডেল থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

তারা অভিযোগ করে বলেন, সীতাকুণ্ড মডেল থানা আসামি ধরতে গরিমসি করছে এবং হত্যা মামলার আসামিকে টাকার বিনিময়ে মাদক মামলায় চালান করছে।

সভায় আরও বলা হয়, মীরেরহাট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। এ ধরনের চক্রের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বক্তারা যুবসমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‘বেলালের হত্যাকারীদের গ্রেপ্তার চাই’, ‘মাদকমুক্ত এলাকা চাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।