ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১২:৩৩ পিএম
কার্জন হল ও ঢাবির লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের ঘোষণানুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ২৯ অক্টোবর দুপুর ১২টায় এবং তা শেষ হওয়ার কথা ছিল ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন করার সুযোগ থাকছে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল ১৬ নভেম্বর প্রকাশিত হবে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তনের মাধ্যমে আবেদন যোগ্যতা অর্জন হতে পারে। যাতে তারা আবেদন করতে বঞ্চিত না হন, সে জন্যই আবেদনের সময় বাড়ানো হয়েছে। ভর্তিসংক্রান্ত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি ইউনিটের মাধ্যমে। ইউনিটগুলো হলো : কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ইউনিট। ব্যবসায় শিক্ষা ইউনিট। চারুকলা ইউনিট। আইবিএ ইউনিট।

প্রতিটি ইউনিটে আলাদাভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ ও সময় পূর্বঘোষিত সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।