ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অসহায় বিমলার পাশে দাঁড়ালেন কায়সার কামাল, শুরু হয়েছে ঘর নির্মাণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:২২ পিএম
বিমলা হাজং। ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সী বিমলা হাজং। স্বামী বহু আগেই মারা গেছেন, সন্তানও নেই। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি দীর্ঘদিন ধরে একটি ঝোপসদৃশ, জরাজীর্ণ ঘরে দিন কাটাচ্ছিলেন।

চলাফেরার ক্ষমতা না থাকায় তিনি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে বাধ্য ছিলেন। তার মানবেতর জীবনের করুণ চিত্র স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। তিনি ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজংয়ের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব নেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে লেংগুড়া হাজং সম্প্রদায় ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নতুন ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হাজং সম্প্রদায় ব্যারিস্টার কায়সার কামালের মঙ্গল কামনায় স্থানীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে।

লেংগুড়া হাজং কমিটির গ্রাম সাধারণ সম্পাদক অর্জুন হাজং বলেন, ‘বিমলা হাজং খুবই অসহায়। সংবাদে তার কষ্টের কথা প্রকাশ হওয়ার পর কায়সার কামাল ভাই ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তাই আমরা বিমলা দিদি ও কায়সার ভাইয়ের জন্য মন্দিরে প্রার্থনা করেছি।’

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মানবতার টানে আমরা জাতি ও ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অসহায়দের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’