নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল তিনশ ফিট সড়কের ভূইয়াবাড়ী ব্রিজ এলাকায় শনিবার (১৫ নভেম্বর) রাতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতরভাবে আহত হন।
আহতরা হলেন- রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার আব্দুল হামিদের ছেলে খাইরুল ইসলাম রাব্বি (২৬), যিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। একই এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হান সরকার, সে সদ্য এইচএসসি পাস করেছেন।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতার দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইনচার্জ সোহেল রানা আরও জানান, আহত দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করেছে।


