ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৬ ডিগ্রি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১২:০৫ পিএম
শীতের আমেজ। ছবি: রূপালী বাংলাদেশ

উত্তরাঞ্চলে শীতের দাপট ক্রমেই বেড়েই চলেছে। শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও ঠাণ্ডা বাতাসের কারণে শহরে শীতের আমেজে ভরে উঠেছে জনজীবন।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়। যেখানে তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে উত্তরবঙ্গজুড়ে শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলে শীতের প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। রাত ও ভোরের সময় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। দিনে রোদ থাকলেও সকালে শীতের অনুভূতি আরও প্রকট হবে।

শীতের শুরুতেই নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। ভোরে কর্মস্থলে বের হওয়ার সময় মানুষরা গরম কাপড় ব্যবহার করে শীতের ঠাণ্ডা মোকাবিলা করছেন।