গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় রাত সোয়া দুইটায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেলেও আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা ঘুমিয়ে থাকেন। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা আতঙ্কিত হন। আশপাশের লোকজনের সহযোগিতায় ব্যাংকের কর্মীরা পেছনের গেট দিয়ে নিরাপদে বাইরে বের হন।
তিনি আরও জানান, বোমা নিক্ষেপে কার্যালয়ের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাইনবোর্ড ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি।
তিনি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং হামলার দায়ীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।


