দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরীর নাম পরিবর্তনের দাবিতে দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বিরল উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে দুই উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল মিছিল বের করেন।
বিরল পৌর শহরের বাজার পয়েন্ট থেকে শুরু হওয়া মশাল মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। স্থানীয় নেতাদের মতে, এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা জানান, জনগণের মনোনয়ন প্রত্যাশী এবং মাঠে সক্রিয় নেতাকে প্রার্থী হিসেবে দেওয়ার দাবি বারবার জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে।
তাই দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার মাধ্যমে প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চান।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলের চেয়ারম্যান ও মহাসচিবের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।


