ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, দালাল দম্পতি গ্রেপ্তার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৪৯ এএম
দালাল দম্পতি জহিরুল ইসলাম সিলন ও নুর নাহার কনা। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরে প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল দম্পতিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর থেকে তাদের রাজৈর থানায় আনা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুরের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম সিলন খান (৪০) এবং একই এলাকার সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে নুর নাহার কনা (৩৪)।

পুলিশ জানায়, জহিরুল ইসলাম সিলন খান সিআর মামলা ৪২৫/২৩-এ পলাতক ছিলেন এবং তার স্ত্রী নুর নাহার কনা সিআর ৯০/২৪ মামলায় অভিযুক্ত ছিলেন।

ভুক্তভোগী এডভোকেট ইমন হোসেন জানিয়েছেন, ‘আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে প্রথমে ২২ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। পরে আমাকে ২১ লাখ টাকার একটি চেক দেয়। সেই চেকের ভিত্তিতে মামলা দায়ের করলে র‍্যাব-৬ যশোরের সহযোগিতায় এবং রাজৈর থানার অফিসার ইনচার্জের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।’

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, প্রাথমিকভাবে চার কোটি ৩৬ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।