ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:০৯ এএম
গাছ কেটে মহাসড়ক অবরোধ। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে মেলকাই অংশে ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার ভোরে দুর্বৃত্তরা বড় বড় গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে।

হঠাৎ সড়ক অবরোধ হয়ে পড়ায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণে কাজে নামেন কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা, কালকিনি ও ডাসার থানার পুলিশ সদস্যরা।

পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উদ্ধারকাজে অংশ নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে গাছ কেটে মহাসড়ক অবরোধ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে কারা এই নাশকতা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।