ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫২ এএম
প্রথম ছবিতে আহত আবদুল বাসির। পরের ছবিতে ফুটপাথে ককটেল বিস্ফোরণের পরের চিত্র। ছবি- সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, যার ফলে এক পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তি আবদুল বাসির (৫০), যিনি হেঁটে বাংলামোটরের তার অফিসে যাচ্ছিলেন। তার পায়ে ও হাতে জখম হয়েছে।

ঘটনার সময় আবদুল বাসির বলেন, প্রতিদিনের মতো সকালে অফিসে যাচ্ছিলাম। ওয়াক্ফ ভবনের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটলো।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল ১৩ নভেম্বর। এ দিনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে।

এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে কর্মসূচি ঘোষণা করলেও, বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।