বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৫৫৯, যা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক মাত্রা নির্দেশ করে।
একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৮১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর হিসেবে তালিকায় রয়েছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা এবং পাকিস্তানের লাহোর, যাদের স্কোর যথাক্রমে ২১১ ও ২১১। চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ২০২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
ঢাকার স্কোর ১৮১ হওয়ায় বায়ুর মান সরাসরি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসব পর্যায়ে দীর্ঘ সময় শ্বাস-প্রশ্বাস নিলে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ ও শিশুর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে।


