ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সিলেটে অ্যাম্বুলেন্স-বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:২১ এএম
আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। ছবি- সংগৃহীত

সিলেটে গভীর রাতে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে তিনটার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে কোনোটিতেই প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

শাহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে-দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ এসে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ জানান, শামসুদ্দিন হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে ৩টা ৪৮ মিনিটে স্টেশনে ফেরত আসে।

এর ঠিক পরেই ৩টা ৪৮ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টা ৫০ মিনিটে আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যায় এবং রাত ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে স্টেশনে ফিরে আসে।

অগ্নিসংযোগের কারণ এখনো স্পষ্ট নয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।