সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে আর মাত্র ৯৪ দিন বাকি। বছরের অন্যতম আধ্যাত্মিক এই সময়ে রোজা, ইবাদত, আত্মশুদ্ধি এবং দানশীলতার মাধ্যমে মুসলিমরা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসের মতোই রমজানের সঠিক শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে।
জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের অপারেশন ম্যানেজার খাদিজা আহমেদ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা সম্ভব হলেও তা কঠিন হবে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা সহজ হওয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজান মাস শেষ হওয়ার পর ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) উদযাপিত হতে পারে। হিসাব অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, রমজানের ৩০তম দিন এবং ঈদুল ফিতরের সময় বাসিন্দারা মোট চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। সম্ভাব্য ছুটির সময়সূচি হলো- ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস ও কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু হবে।
যদিও জ্যোতির্বিদ্যা পূর্বাভাস দিতে পারে, চূড়ান্ত ঘোষণা দেবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি, যা নির্ধারিত সময়ের কাছাকাছি জানানো হবে।

