ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৫৮ এএম
কাদিরা হত্যা মামলার তিন আসামি। ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫) হত্যার সাত দিন পর সৌদি প্রবাসীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- উপজেলার শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইদ্রিস ওরফে মানিক (৩৪), মোহাম্মদ রাকিব (২৬) এবং একই বাড়ির মো. জাফর (২৮)।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোরে শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। নিহত আব্দুল কাদের জিলানী চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন মানিক। দেশে ফিরে তার কাছে ইয়াবা সেবনের জন্য টাকা দাবি করেন কানকাটা কাদিরা। কাদিরা চার মামলার আসামি ছিলেন। এ নিয়ে দু'জনের মধ্যে বিরোধ দেখা দিলে সুযোগ নেয় কাদিরার প্রতিপক্ষ গ্রুপ। প্রতিপক্ষ গ্রুপের রাকিব, জাফরসহ একদল অস্ত্রধারী হত্যার পরিকল্পনা করে।

গত ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হাজীপুর গ্রামের মুন্নার দোকানের সামনে কাদিরাকে ঘিরে ফেলে সন্ত্রাসীরা। তারা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন জানান, নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাত দিন পর গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।