ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামাল।
পুলিশ সূত্রে জানা যায়, জিনোদপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রউফকে প্রথমে রাত ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাত ১টার দিকে শিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামালকে শিবপুরে তার বাড়ি থেকে আটক করা হয় এবং রাত ২টার দিকে শ্যামগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বারকে তার বাড়ি থেকে আটক করা হয়।
আব্দুর রউফের পরিবার জানিয়েছে, তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সম্প্রতি তাঁর হার্টে রিং পরানো হয়েছে। আটকের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলে পরিবার উদ্বেগ প্রকাশ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানিয়েছেন, পৃথক অভিযান চালিয়ে তিন নেতাকে আটক করা হয়েছে। কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।


