জাতীয় ঐকমত্য কমিশনে অন্তর্ভুক্ত ৩০টির বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা প্রস্তাবনার মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের সূচনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’-এ এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি মাত্র দলিলের মাধ্যমে সব ধরনের সংস্কার সম্পন্ন করা সম্ভব না হলেও এটি হবে কাঠামোগত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সূচনা। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার বহু দেশে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা সুসংহত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, যা গণতন্ত্রের অগ্রযাত্রায় বড় বাধা হিসেবে কাজ করেছে।
তিনি উল্লেখ করেন, কর্তৃত্ববাদী সরকারগুলো অর্থনৈতিক উন্নয়ন করলেও গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অনেক দেশে গণ-অভ্যুত্থান দেখা গেছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষক, কূটনীতিক ও গবেষকরাও উপস্থিত ছিলেন।


