ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:৪৩ পিএম
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি। ছবি: রূপালী বাংলাদেশ

‘রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার’; ‘ডেঙ্গু প্রতিরোধে সবাই আমরা একসাথে’ এমন নানা স্লোগানে রোববার (২৩ নভেম্বর) উপজেলার রুহিতা, চরলাঠিমারা ও পদ্মা সিসিআরসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন- রুহিতা সিসিআরসির সভাপতি বাদল মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম এবং শফিকুল ইসলাম খোকন প্রমূখ।

সম্প্রতি বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। গত কয়েক মাস ধরে পাথরঘাটা ডেঙ্গু ‘রেড জোন’ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এখানকার মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।