ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

কোনো ভুঁইফোড় সংগঠনের নেতাকে ভোট দেবে না বিএনপি: হাসান মামুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:০২ পিএম
বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ছবি- রূপালী বাংলাদেশ

আগাীম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে দল ও জোটের সিদ্ধান্ত যা-ই হোক না কেনো, বিএনপিকে এই আসনে প্রার্থী দিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন আবু ইউসুফ খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব হোসেন চৌধুরী, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান বক্তা ফখরুজ্জামান বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব ফরায়জি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান, যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, যুগ্ন আহ্বায়ক জুয়েল আমীন প্যাদা, যুগ্ন আহবায়ক ইকবাল বশির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস, ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান জিদনি, সদস্য সচিব রাকিব ইউনিয়ন বিএনপ'র সভাপতি আবু নোমান মাস্টার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো. বায়েজিদ প্যাদা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হাসান মাহমুদ বলেন, ‘দশমিনা–গলাচিপার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্তি, সাহস ও মনোবল আমাকে উদ্বুদ্ধ করেছে। দীর্ঘ ১৫ বছর এই জনপদের নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। তাই এই আসন যেন-তেন কারও হাতে যেতে পারে না।’

ইসলামী আন্দোলন, গণফোরাম ও গণঅধিকার দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যোগ্যতায় আপনারা নির্বাচন করবেন, কিন্তু বিএনপি কখনোই আপনাদের সহ্য করতে পারেনি, ভোট দেওয়ার প্রশ্নই আসে না। দল বা জোট যাই সিদ্ধান্ত দিক, এই আসনে বিএনপির প্রার্থী থাকবেই।’

তিনি আরও বলেন, ‘যাদের কথা ও কাজের মিল নেই, দিনে এক কথা, রাতে আরেক কথা বলে, তাদের দিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কোনো শক্তি আমাদের জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, আল্লাহর রহমতে এই আসনে বিএনপির প্রার্থী থাকবেই।’