ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩৭ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে পুনর্বাসনে সব সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রফেসর ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ–কষ্ট আমাদের সবার জন্যই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।