ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’ এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত। এতে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী, স্থপতি, দুর্যোগ বিশেষজ্ঞ, শিক্ষক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
সেমিনার উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এরপর অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি বিষয়ভিত্তিক কী-নোট পেপার উপস্থাপন করেন।
মহাপরিচালক তার বক্তব্যে ফায়ার সার্ভিসের বর্তমান সক্ষমতা, ভূমিকম্প মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, দেশের নগরায়ণ, শিল্পায়ন, উচ্চ ঝুঁকিপূর্ণ ভবন, রাসায়নিক ব্যবস্থাপনা এবং ভূমিকম্প-ঝুঁকি বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি উন্নীতকরণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির সুপারিশ নেওয়া হয়।
সেমিনারে বিশেষজ্ঞরা এশিয়া ও অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করে বাংলাদেশ ফায়ার সার্ভিসের স্টেশন ও জনবল অপ্রতুল উল্লেখ করেন। গ্যাপ এরিয়া ও ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি, ওয়াসার সকল পাম্প স্টেশনে ফায়ার ব্রিগেড কানেকশন স্থাপন, সরকারি অফিসগুলোর ভূমিকম্প-সহনীয় ব্যবস্থা, শহর কেন্দ্রিক ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধিসহ অন্যান্য পদক্ষেপের সুপারিশ প্রদান করা হয়।
সেমিনারে আরও পরামর্শ দেওয়া হয়—
- ভলান্টিয়ারের সংখ্যা বৃদ্ধি ও নিয়মিত রিফ্রেশার কোর্স করানো
- সকল সেবা সংস্থা ও অংশগ্রহণকারীদের নিয়ে মক এক্সারসাইজ
- ফায়ার একাডেমি নির্মাণ
- মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ সচেতনতা প্রচার
- আবাসিক এলাকা থেকে জরুরি ভিত্তিতে ক্যামিকেল গোডাউন সরানো এবং বিভিন্ন পর্যায়ের মহড়া চালানো
উল্লেখযোগ্য অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন— প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, ভাইস-চ্যান্সেলর, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়; সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শাহিদউল্লাহ (অবঃ); স্থপতি ইকবাল হাবিব; সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান (অবঃ); একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ; প্রফেসর ড. মেহেদী আনসারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; মেজর এ কে এম শাকিল নেওয়াজ (অবঃ); জনাব মোছাঃ ফুয়ারা খাতুন, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; জনাব দিনমনি শর্মা, উপপরিচালক (অবঃ); জনাব মোঃ আব্দুল হালিম, উপপরিচালক (অবঃ); স্থপতি ইশতিয়াক জহির, সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন; প্রকৌশলী জাকির উদ্দিন আহম্মেদ ও প্রকৌশলী মোঃ মঞ্জুর আলম প্রমুখ।
সভায় উপস্থিতরা একমত পোষণ করেন যে, ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’ ভবিষ্যতে নিয়মিত পরামর্শ, গবেষণা ও নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবে। মহাপরিচালক সকল বিশেষজ্ঞকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই প্যানেল দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন