প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় তাদের মধ্যে এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার আগেই নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার রেওয়াজ থাকলেও এবার সিইসি একাই এসেছেন সচিবকে সঙ্গে নিয়ে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা: সীমানা-সংক্রান্ত চলমান মামলার অগ্রগতি, তফসিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে তার প্রস্তুতি, নির্বাচনের সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের সমন্বয়, নির্বাচন ঘিরে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে বৈঠকে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর) বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।
নির্বাচনী তফসিল চূড়ান্তের অংশ হিসেবে সিইসি বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি জানিয়ে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে নির্বাচন কমিশন।
চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট, প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া এবং আদালত সংক্রান্ত অন্যান্য বিষয়ে ইতোমধ্যেই কয়েকজন প্রার্থী বিচারিক সহায়তা চাইছেন। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন সিইসি নাসির উদ্দিন। দুপুর সোয়া ১টার দিকে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন।
এর আগে বিভিন্ন নির্বাচনেই তফসিল ঘোষণার আগে সিইসিদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ ছিল এবারও সেই ধারা বজায় রাখা হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন