ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

১ লাখ ব্যবসায়ীকে নতুন ভ্যাট নিবন্ধনের উদ্যোগ নিয়েছে এনবিআর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:১৮ পিএম
আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক লাখ ব্যবসায়ীকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট আদায় ব্যবস্থাপনা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘শিগগিরই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই ভ্যাট রিটার্ন পদ্ধতিও চালু করা হবে।’

বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। যাদের কাছ থেকে বিগত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের ৩৮ শতাংশ সংগ্রহ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি ভ্যাট আদায় হয়েছে।

আয় জোরদার ও সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এ বছরও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশনের অভাবসহ নানামুখি চ্যালেঞ্জ রয়েছে। আর্থিক খাতের ভঙ্গুর অবস্থায় কাঙ্ক্ষিত আদায় হয়নি করপোরেট ট্যাক্স। এডিপি বাস্তবায়ন কম হওয়ায় কমেছে কর আদায়ও।

চেয়ারম্যান বলেন, ‘নিপীড়নমূলকভাবে কর আদায় করা হচ্ছে না। যারা ফাঁকি দিচ্ছে, তাদের কাছেই বাড়ানো হয়েছে আদায়ের চাপ।’

করদাতাদের স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করা এবং কর ফাঁকি কমানো এনবিআরের প্রধান লক্ষ্য বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সকালে ভ্যাট সপ্তাহের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।