সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সম্মান জানিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
মধ্যাহ্নভোজের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন বিদায়ী দুই তরুণ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও তাদের দুই জনের সঙ্গে ছবি তোলেন।
এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদ লিখেছেন, ‘বিগত ১৬ মাসে তিনি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছেন। তিনি জানান, ‘বাধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের সমর্থনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘অনেক উদ্যোগ ও কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে, আপনারা যা দেখেছেন তা হলো চূড়ান্ত ফলাফল। বাস্তবায়নের পেছনের পরিশ্রম অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল। গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ বা রোষানলের শিকার হতে হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তবে আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়ে আমি আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’
এর আগে, বুধবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘বিকেল ৫টায় উপদেষ্টা আসিফ ও উপদেষ্টা মাহফুজ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তাদের পদত্যাগ তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। শূন্য হওয়া দুই পদে কারা দায়িত্ব নেবেন তা প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন