ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে নির্বাচনের তপশিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা করেন।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এটি একটি নতুন বিষয়।
সিইসি জানান, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২৯ ডিসেম্বর, বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি, নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি।
প্রত্যাহার ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন