ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিটিভির খবরে বলা হয়েছে, সেখানে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে আগে থেকেই আছেন। তবু মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সায়মা।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার শাসনের পতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সজীব ওয়াজেদ জয় ছিলেন বেস সরব। তবে চুপ ছিলেন সদ্যপদত্যাগ করা শেক হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক্সে পোস্ট দিয়ে এ নীরবতা ভাঙেন পুতুল। সায়মা ওয়াজেদ ওই পোস্টে লিখেন, ‘আমার ভালোবাসার দেশ বাংলাদেশে মানুষের প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আমার এতটাই মন খারাপ যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি’।
এ পরিস্থিতিতেও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।