ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

উত্তরায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি

তরিক শিবলী
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ১২:০০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

উত্তরার বিভিন্ন সেক্টর এলাকায় শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যারকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেন। মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরা ৯ নং সেক্টর অফিস, রাজলক্ষি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার (১৪ আগস্ট) থেকে  এ অবস্থান কর্মসূচি শুরু হয়।  এদিন বিকাল থেকে তারা দলীয় অফিসের সামনে থেকে পাড়া মহল্লায় বিভিন্ন সড়কে শান্তি মিছিল করেন।

এসময় উত্তরার সিনিয়র বিএনপি নেতারা জানান, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তাঁরা ১৪ই আগষ্ট বুধবার বিকাল থেকে শুরু করে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সারাদিন উত্তরা এলাকার বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতা আকতার হোসেন, মুকুল সরকার, জাহাঙ্গীর বেপারী,আহসান উল্যাহসহ  উত্তরখান থানার ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আলী আশ্রাফ , উত্তরখান থানা বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, রবিউল হক মিয়া বাবু, ছফিল ভূইয়া ও জহিরুল ইসলামের নেতৃত্বে উত্তরখান হেলাল মার্কেট ও মাজার চৌরাস্তা  থেকে শান্তি মিছিল করা হয়।

এছাড়াও এদিন সকাল থেকে উত্তরার হাউজ বিল্ডিং, জসিমউদদীন  উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর,আসকোনা, তুরাগ, খালপাড়, কামারপাড়া, দলিপাড়াসহ বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ব্যানারে শান্তি মিছিল করা হয়। মিছিল শেষে নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।