ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিচারের দাবিতে গণ মিছিল ও প্রতিবাদ সভা করেন মহানগর উত্তর বিএনপি। রবিবার (১৮ আগস্ট) বেলা ১ টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকের উদ্যোগে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় সংলগ্ন এলাকা থেকে গণ মিছিল বের করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
এদিন বিকেল ৩ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর নেতৃত্বে গণ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।
বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা এবং দেশজুড়ে নৈরাজ্যেরকারী শেখ হাসিনার পতন হয়েছে গত ৫ই অগাস্ট। পদত্যাগ করার পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পূর্বে ক্ষমতার দাপটে তার পালিত পুলিশ বাহিনী দিয়ে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। এবং তার লোকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি করে গণহত্যা সহ সন্ত্রাস, দখল, চাঁদাবাজি এবং নৈরাজ্যে করেছে দেশজুড়ে। সকাল থেকে উত্তরার অলিগলি থেকে বিএনপির নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে জরো হয়ে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণ মিছিল অবস্থান করেন। এসময় মিছিলকারীরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে প্রতি আওয়ামী লীগের স্বৈরাচারদের বিচারের দাবি জানান।
গণ-মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, কিংবদন্তী ফুটবলার আমিনুল হক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মোস্তফা জামান, যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, আফাজউদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু সহ সাবেক তুরাগ থানা বিএনপির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল সহ ১৮ আসনের অন্তর্গত প্রতিটি থানার বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :