ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উদ্ভবোধনী বক্তব্য সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন সারাজীবন মানবিক উন্নয়নের কাজ করেছেন বেগম জিয়া।
সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রচার দলের উদ্যোগে খাদ্য বিতরন কর্মসূচির উদ্ভবোধনী বক্ত্যবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তা।
তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা মেজর জিয়া একজন মানবিক নেতা ছিলেন তার আদর্শ বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিশ্বাস করেন। মেজর জিয়া দেশের মানুষের কল্যাণে খাল খনন থেকে শুরু করে মানুষের দুঃখে সব সময় কাজ করে গেছেন। আমরা সেই নেতার অনুসারী, মানবিক কাজে বিএনপি সব সময় অগ্রণী ভুমিকা পালন করে।
তিনি জানান, আমরা শেখ হাসিনা সরকারের মত নয়। আমরা জনগণের জন্য কাজ করি তাদের অধিকারের কথা বলি। কিন্তু আমরা দেখেছি আওয়ানীলীগের রাজনীতি ছিল দেশের মানুষকে খুন গুম হত্যা করে ক্ষমতায় থাকার জন্য। সেই ক্ষমতা টিকিয়ে রাখতে ভারত বাংলাদেশের জনগণের অগ্রাধিকার না দিয়ে শুধু শেখ হাসিনাকে প্রাধান্য দিয়েছে। যার প্রমান পেয়েছি আমরা জুলাই এবং আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাতে ভারতের নিরবতার মধ্যে দিয়ে। ভারতের উচিত কোন ব্যক্তি নয় দেশের জনগণকে গুরুত্ব দেওয়া।
তিনি বলেন, এদেশের মানুষের গণতন্ত্রের উপর যে সমর্থন - ভালোবাসা তা বিগত ১৬ বছর আমরা দেখেছি। একইসাথে বিএনপি গত বছরগুলোতে নির্যাতন সহ্য করেছে কিন্তু আ.লীগের সথে কখনো আপোশ করেনি। হাসিনার অধিনে নির্বাচন না করে বিএনপি জনগণের ভালোবাসা মূল্যয়ন করেছে।
আপনার মতামত লিখুন :