ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১২:২১ এএম
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮টা ১৫ মিনিটে গুলশান বাসভবন ফিরোজা থেকে বের হয়ে খালেদা জিয়ার গাড়ি বহর রাত ১১ এয়ারপোর্টে পৌঁছায়।  

এ সময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান।