চট্টগ্রামের ১৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের ১৬টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এছাড়া, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী–হালিশহর) আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রার্থী হয়েছেন।
এছাড়া, বাকি আসনগুলোতে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ জানিয়েছেন, প্রার্থীদের নাম কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড দ্বারা চূড়ান্ত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন