ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাতে এই ভূমিকম্পটি মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামির আশঙ্কা দেখা দেয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এক বার্তায় জানায়, ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়াও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ-এও সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এসব এলাকায় ঢেউয়ের উচ্চতা হতে পারে ১ মিটার বা প্রায় ৩ ফুটের বেশি।
ফিলিপাইন সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার সুনামি ঢেউ দেখা যেতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর আশপাশে ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্প ও সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ এবং উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সূত্র: আল জাজিরা
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন