শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:৩৭ পিএম

শান্তিতে নোবেল ঘোষণা আজ, ট্রাম্প কি আছেন শর্টলিস্টে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:৩৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে আজ (১০ অক্টোবর)। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট। 

কে পেতে পারেন পুরস্কার?

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে-কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’

পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়।’ পুরস্কার কমিটির সচিব আলোচনায় অংশ নেন, তবে ভোট দেন না।

মনোনয়ন দেওয়া হয় যেভাবে

হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে সরকার ও পার্লামেন্টের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা এবং আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও। এ বছর ৩৩৮টি মনোনয়ন এসেছে। 

কমিটি কীভাবে সিদ্ধান্ত নেয়?

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। কমিটির সদস্যরাও তাদের প্রথম বৈঠক পর্যন্ত নতুন মনোনয়ন দিতে পারেন। সব মনোনয়ন আলোচনা করে, একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। প্রতি প্রার্থীকে স্থায়ী উপদেষ্টা ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। কমিটি প্রতি মাসে একবার করে বৈঠক করে। তারা সাধারণত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেন, তবে না পারলে ভোটে সিদ্ধান্ত হয়।

মনোনীত হয়েছেন যারা

যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), ন্যাটো, হংকংয়ের বন্দি কর্মী চাউ হ্যাং-তুং এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে তাদের মনোনয়ন বসন্ত ও গ্রীষ্মে অর্থাৎ ৩১ জানুয়ারির শেষ সময়সীমার পর জমা পড়ায়, সেগুলো ২০২৫ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না। 

ট্রাম্প কি জিততে পারেন?

নোবেল বিশেষজ্ঞদের মতে, কেবল তখনই তিনি জিততে পারেন, যদি তিনি তার নীতি পরিবর্তন করেন। কারণ বর্তমানে তিনি বিশ্বব্যবস্থাকে দুর্বল করছেন, যা নোবেল কমিটি উচ্চমূল্যায়ন করে। বরং কমিটি মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পারে অথবা অন্য চমকও দিতে পারে।

বিজয়ী যা পাবেন

যারা নোবেল পুরস্কার জিতবেন তারা স্বর্ণ পদকের সঙ্গে পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর ১০ ডিসেম্বর। 

রূপালী বাংলাদেশ

Link copied!