আজ শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরেই এ পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প আবারও দাবি করলেন, ‘আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যা-ই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।’
২০০৯ সালে বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়, যা অনেককে সেই সময় অবাক করেছিল।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে। তালিকায় ট্রাম্পের নাম থাকলেও বিশ্লেষকদের মতে, তার নোবেল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও ট্রাম্পকে পাকিস্তান, ইসরায়েল, আজারবাইজানসহ অনেক দেশ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন