রাঙ্গামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন জেলে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরকল উপজেলার ২ নম্বর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. সুমনের বাড়ি সিলেট জেলায়। আহতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার মো. আয়াতুল (৩০), খুলনার দিঘুলিয়া থানার মো. মামুন (২৭), নোয়াখালীর মো. সুমন (৩৭) এবং রাজশাহীর মো. রাজু (৪০)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে মো. মোতালেব সওদাগরের নৌকায় করে ছয়জন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে, মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সিলেটের মো. সুমনের মৃত্যু হয়। অন্যরা আহত হন।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন