বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ৭টি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী যারা, তারা হলেন- ঢাকা-১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক।
এদিকে চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই এখন মাঠে গড়াচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনি জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। এ নিয়ে পর্দার আড়ালেও নানা আলোচনা চলছে। জামায়াতে ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
ইসলামি দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সম্পর্কের গভীরতা আছে, অগ্রগতি আছে। জোটের বিষয় নিয়ে এখনো কথা হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিএনপির সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। তরুণদের নতুন দলের সঙ্গে তো আছেই।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন