ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

১২ দলীয় জোট

জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর হোক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত

১২ দলীয় জোট ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেটি আর বিলম্ব করা উচিত নয়।

রোববার (৪ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তার নেতৃত্বে জোটের ১১ জন নেতা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর হোক। বিষয়টি যেন আর বিলম্বিত না হয়। তিনি বলেন, ‘ন্যূনতম একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব। যদি কিছু বিষয় অসমাপ্ত থাকে বা মতবিরোধ থেকে যায়, সেগুলো ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং উৎকর্ষতা। রাষ্ট্র কাঠামোর দীর্ঘদিনের দুর্বলতা ও অসঙ্গতির কারণে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কমিশন যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার।

১২ দলীয় জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে একটি অন্তত ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচনের পথ সুগম করার ওপর জোর দেওয়া হয়।