দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা জনগণ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ মে) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া।
সেখান থেকে গাড়িযোগে তিনি গুলশান-২ এর নিজ বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান।
এ সময় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কের দুই পাশে জড়ো হয়ে থাকা লাখো সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মী তাকে ফুল ও স্লোগানে বরণ করেন।
তারেক রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ভালোবাসায় বরণ করে নেওয়া লাখো জনতার প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সুশৃঙ্খল উপস্থিতি আমাদের সাহস জুগিয়েছে।’
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনা, নৌ, বিমান, পুলিশ, র্যাব ও এভিয়েশন সিকিউরিটি সদস্যরা পেশাদারত্বের সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, খালেদা জিয়া লন্ডনের একটি হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন।
বিএনপি বলছে, চিকিৎসা শেষে খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন দলীয় নেতা-কর্মী ও গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন প্রেরণা হয়ে উঠবে।