ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

‘পাকিস্তান-ভারত যুদ্ধ কারো জন্য কল্যাণকর নয়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা। ছবি-সংগৃহীত

‘পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধাবস্থা কারো জন্যই কল্যাণকর নয়’-এমন মন্তব্য করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটি উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তান ও ভারতকে আরও সংযত হতে হবে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে যে উত্তেজনা ও যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, তা পুরো এশিয়া অঞ্চলের জন্য উদ্বেগজনক।

তারা বলেন, এরই মধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে। যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তারা আরও বলেন, পাকিস্তান-ভারতের মধ্যকার দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান অবশ্যই প্রয়োজন। দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন অচলাবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। এ পরিস্থিতি চলতে থাকলে পুরো অঞ্চলই ক্ষতিগ্রস্ত হবে। এ অঞ্চলে কোনো বড় ধরনের যুদ্ধ যেন না হয়, সেটাই শান্তিকামী মানুষের একান্ত কামনা। সবাইকে মনে রাখতে হবে—যুদ্ধ কখনোই কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

ন্যাপ নেতারা বলেন, আমাদের উচিত শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাওয়া। একই সঙ্গে বিশ্ব মোড়লদের উচিত এ সংকট নিরসনে এগিয়ে আসা।

তারা কাশ্মীরবাসীর সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান কামনা করেন।