আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ যাত্রা শুরু হয়।
প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই শহীদ ওসমানের পিতা আব্দুর রহমান।
আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্যসচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদশের মুখপাত্র করা হয়েছে।
এর আগে উদ্বোধনী ঘোষণা দিয়ে ওসমানের বাবা বলেন, এরই মধ্যে নয় মাস পেরিয়ে গেলেও আমরা খুনির বিচারের দৃশ্যমান কিছু দেখছি না। সরকার আমাদের টিটকারি করছে।
তিনি বলেন, খুনিরা পালিয়ে যাচ্ছে। আমার ছেলেদের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমাদের শহীদদের হৃদয়ের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। তাহলে আমাদের কলিজা ঠান্ডা হবে। আমার সন্তানকে ৫৫টি গুলি করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শহীদ মিনার থেকে যোগ দেওয়ার কথা জানিয়েছে আপ বাংলাদেশের নেতারা।